সোলায়মানি হত্যাকাণ্ড: ন্যাটো প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইরান
(last modified Thu, 09 Jan 2020 02:47:12 GMT )
জানুয়ারি ০৯, ২০২০ ০৮:৪৭ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যার প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (বুধবার) বলেছেন, ন্যাটো জোট মার্কিন অন্যায়-অপরাধের বৈধতা দেয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। তিনি বলেন, ইরানের মহান কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানি উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরাট বড় অবদান রেখেছেন এবং মধ্যপ্রাচ্য ও তার সীমানার বাইরে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের নির্মূল করেছেন। কিন্তু তার সেই অবদানকে স্বীকার না করে ন্যাটো জোট চোখ বন্ধ করে রয়েছে।

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ

আব্বাস মুসাভি আরো বলেন, জেনারেল কাসেম সোলায়মানি হত্যাকাণ্ডের প্রতি সমর্থন দিয়ে ন্যাটো মহাসচিব বিশ্ব জনমতের সঙ্গে মস্করা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ