তুষারে ঢাকা পড়েছে তেহরান
জানুয়ারি ১৯, ২০২০ ১৫:০১ Asia/Dhaka
গোটা তেহরান জুড়ে গতরাতে তুষার পড়েছে। তুষার পড়েছে আজ(রোববার) সকালেও। দুপুরের পরও কোনও কোনও এলাকায় তুষারপাত হয়েছে। কিংবা হচ্ছে। সকালে দেখা গেল তুষারের সফেদ চাদরে ঢাকা পড়েছে তেহরান।

আরও তুষার পড়বে। এমনি আভাস দিয়েছিল আবহাওয়া দফতর। ঘন তুষারপাতের আশংকায় তেহরানের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয় আজ ভোরে। আবহাওয়ার ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে। পার্কে তুষার নিয়ে খেলতে এবং তুষার-যুদ্ধ করতে দেখা গেছে শিশু-কিশোরদের।

তুষারের এ ছবির বেশির ভাগই তোলা হয়েছে সাজমানে বারনামে জুনুবি থেকে। আর কয়েকটি ছবি তোলা হয়েছে জমেজমের কাছ থেকে।
পার্সটুডে/মূসা রেজা/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ