জেনারেল সোলাইমানির জানাযার নামাজ মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করেছে: রুহানি
(last modified Tue, 21 Jan 2020 22:10:54 GMT )
জানুয়ারি ২২, ২০২০ ০৪:১০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেঃ জেনারেল কাসেম সোলাইমানির জানাযার নামাজে লাখো-কোটি জনতার উপস্থিতি মার্কিন ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে।

তিনি মঙ্গলবার তেহরানে ইরানের বিপ্লবী সংস্কৃতি বিষয়ক সর্বোচ্চ পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন। ইরাক ও ইরানের বিভিন্ন শহরে শহীদ সোলাইমানির জানাযার নামাজের কথা উল্লেখ করে হাসান রুহানি বলেন, কোটি কোটি জনতার এই উপস্থিতি আমেরিকাকে অপমানিত করেছে। মার্কিন সরকার এমন কূটনৈতিক ফাঁপড়ে পড়েছে যে, সে তার মিত্রদেরকেও জেনারেল সোলাইমানিকে হত্যা করার পক্ষে কাছে টানতে পারেনি।

জেনারেল সোলাইমানি- আবু মেহদি আল-মুহান্দিস

ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সোলাইমানির শাহাদাতের পর কোনো কোনো ইউরোপীয় রাষ্ট্রপ্রধান তাকে টেলিফোন করে ওই হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপজ্জনক’ আখ্যায়িত করেন।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে ভয়াবহ ড্রোন হামলা চালায় মার্কিন সন্ত্রাসী সেনারা। ওই হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি, ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ মোট ১০ জন শাহাদাতবরণ করেন।এরপর দু’দেশের বেশ কয়েকটি শহরে এসব শহীদ কমান্ডারে নামাজে জানাযায় কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেন। শুধুমাত্র তেহরানের জানাযায় অংশ নেন ৭০ লাখ মানুষ।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ