‘ইরানে ১২৯টি দেশের শিক্ষার্থীরা পড়াশুনা করছেন’
https://parstoday.ir/bn/news/iran-i76973
 ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ১২৯টি দেশ থেকে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিদেশি শিক্ষার্থী বিষয়ক বিভাগের মহাপরিচালক আব্দুল হামিদ আলীযাদেহ আজ (রোববার) সরকারি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০২০ ২১:১২ Asia/Dhaka
  • ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনষ্ঠানে দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ
    ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনষ্ঠানে দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ

 ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ১২৯টি দেশ থেকে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিদেশি শিক্ষার্থী বিষয়ক বিভাগের মহাপরিচালক আব্দুল হামিদ আলীযাদেহ আজ (রোববার) সরকারি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শতকরা ৫০ ভাগ মাস্টার্সে পড়াশোনা করছেন। এছাড়া, শতকরা ৩৪ ভাগ ব্যাচেলর এবং বাকি ১৬ ভাগ পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।

তিনি বলেন, বিদেশী শিক্ষার্থীরা যেসব বিষয়ে লেখাপড়া করছেন তার মধ্যে ফার্সি সাহিত্য হচ্ছে তাদের অন্যতম প্রিয় বিষয়। পছন্দের বিষয় হিসেবে তারপরেই রয়েছে কম্পিউটার সায়েন্স এবং ফার্সি ভাষা শিক্ষা।

আলীযাদেহ জানান, গত দুই বছর ধরে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি ছাত্র গ্রহণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬