সুলাইমানির মিশন ছিল প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে শক্তিশালী করা: আইআরজিসি
(last modified Thu, 13 Feb 2020 15:30:24 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ২১:৩০ Asia/Dhaka
  • সুলাইমানির মিশন ছিল প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে শক্তিশালী করা: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সুলাইমানির প্রধান মিশন ছিল ইহুদিবাদী ইসলাইলের মোকাবেলায় জড়িত সমস্ত প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে শক্তিশালী করা। এ কথা বলেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ। তিনি আরো বলেন, প্রতিরোধকামী শক্তিগুলোর কারণেই এ অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।

আজ (বৃহস্পতিবার) শহীদ লে. জেনারেল কাসেম সুলাইমানির চল্লিশা উপলক্ষে ইরানের উর্মিয়ে শহরে দেয়া বক্তৃতায় মুখপাত্র জেনারেল রামেজান শরিফ বলেন, আমেরিকার সন্ত্রাসী হামলায় জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ অঞ্চলে মার্কিন উপস্থিতি শেষ হওয়ার সময় শুরু হয়ে গেছে।

প্রতিরোধকামী শক্তিগুলোর কমান্ডারদের হত্যা করে শত্রুদের পরাজয় রোধ করা যাবে না উল্লেখ করে জেনারেল শারিফ বলেন, আমেরিকা এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং ইহুদিবাদী ইসরাইলকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব নিয়েছে। তবে প্রতিরোধকামী কমান্ডারদের হত্যা করার ফলে মার্কিনীদের এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

লে. জেনারেল সুলাইমানি শহীদ হওয়ার পর আইআরজিসির পক্ষ থেকে যে দাঁত ভাঙা জবাব দেয়া হয়েছে এর মাধ্যমে আমেরিকা দম্ভ চূর্ণ হয়ে গেছে  বলেও  উল্লেখ করেন জেনারেল শারিফ#।   

পার্সটুডে/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ