ইরানের পরমাণু সমঝোতা: ট্রাম্পের পদক্ষেপকে ‘মস্তবড় ভুল’ বললেন হিলারি
ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার মার্কিন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।
তিনি গতকাল (রোববার) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা ছিল মস্তবড় ভুল পদক্ষেপ।
হিলারি বলেন, সংকীর্ণ মানসিকতা থেকে ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার ফলে এখন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি দাবি করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে।
হিলারি ক্লিন্টন ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার সমালোচনা করলেও এমন সময় ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করলেন, যখন তেহরান কঠোর ভাষায় এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।