ইরানে করোনা আক্রান্ত প্রায় ৯ হাজার রোগী সুস্থ হয়েছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i78541-ইরানে_করোনা_আক্রান্ত_প্রায়_৯_হাজার_রোগী_সুস্থ_হয়েছেন_স্বাস্থ্য_মন্ত্রণালয়
ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় নয় হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, হাসপাতাল ত্যাগকারী সুস্থ মানুষের সঠিক সংখ্যা ৮ হাজার ৯১৩ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২০ ০৬:২০ Asia/Dhaka
  • মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর
    মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় নয় হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, হাসপাতাল ত্যাগকারী সুস্থ মানুষের সঠিক সংখ্যা ৮ হাজার ৯১৩ জন।

এ পর্যন্ত ইরানে ২৪ হাজার ৮১১ ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দুঃখজনকভাবে মঙ্গলবার (গতকাল) সারাদেশে নতুন করে ১২২ জনের মৃত্যুর ফলে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এক হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে।

ইরানে করোনাভাইরাস মোকাবিলার বিস্তৃত কর্মপরিকল্পনার আওতায় এখন পর্যন্ত ঢালাওভাবে চার কোটি ১০ লাখ মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে বলেও জানান কিয়ানুশ জাহানপুর।

ইরানের একটি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা চলছে

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কয়েক দিনের মধ্যেই এটির বিস্তার রোধ করার কাজে দেশে সেনাবাহিনী নামানো হয়।সারাদেশে নতুন করে কারো মধ্যে যাতে এই রোগের সংক্রমণ না ঘটে সেজন্য যেসব কর্মসূচি জোরেসারে চলছে সেগুলোর মধ্যে রয়েছে, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে আলাদা করে ফেলা, রোগীদেরকে কোয়ারেন্টাইনে রাখা, রোগীদের জন্য পৃথক হাসপাতালের ব্যবস্থা করা, সন্দেহজনক নয় এমন ব্যক্তিদেরও ঢালাওভাবে পরীক্ষা করা ইত্যাদি। ইরানি জনগণের বিরাট অংশ সরকারের এই কর্মসূচিতে সহযোগিতা করে যাচ্ছে।

চীনের উহান শহর থেকে উৎপন্ন করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে ছড়িয়ে পড়েছে এবং অন্তত তিন লাখ ৮৬ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ দুই হাজার মানুষ সুস্থ হয়েছেন এবং দুঃখজনকভাবে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।