মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করুন: আন্তর্জাতিক সমাজের প্রতি জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা অমান্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইরানসহ প্রতিটি দেশেরই অন্যান্য দেশের সহযোগিতা প্রয়োজন; এমনকি আমেরিকাও এই নিয়মের বাইরে নয়।অথচ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে বহির্বিশ্বের সহযোগিতা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
জারিফ গতরাতে (বৃহস্পতিবার রাতে) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার কাছে সাহায্যের যে আবেদন জানিয়েছেন সেকথা উল্লেখ করে জারিফ বলেন, “করোনা গোটা বিশ্বের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে এবং কোনো দেশই আজ নিরাপদ নয়। এমনকি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিও আজ অন্যের সাহায্যের মুখাপেক্ষী; অথচ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় এরপর লিখেছেন: “এ অবস্থায় বিশ্বের দেশগুলোর উচিত নৈতিক দায়বদ্ধতা থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন শুরু করা।”
সাম্প্রতিক সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর তুরস্ক, রাশিয়া, পাকিস্তান ও চীনসহ বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব আহ্বান প্রত্যাখ্যান করেছেন।আমেরিকার নিষেধাজ্ঞার শাস্তির ভয়ে বিশ্বের অন্যান্য দেশও ইরানের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ রেখেছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।