ভারতে মুসলমান বিরোধী সহিংসতা বন্ধে ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের আহ্বান
(last modified Fri, 03 Apr 2020 10:16:15 GMT )
এপ্রিল ০৩, ২০২০ ১৬:১৬ Asia/Dhaka
  • ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের আহ্বান
    ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের আহ্বান

মুসলমানদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইরানের শত শত অধ্যাপক ভারতের অধ্যাপকদের চিঠি লিখেছেন। ইরানের বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্তত ৩৫০ শিক্ষক ভারতের ১৯০ জন অধ্যাপককে সেদেশের মুসলমানদের ওপর উগ্র হিন্দু গোষ্ঠি এবং তাদের সমর্থনপুষ্ট দলগুলোর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ওই চিঠি লেখেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ওই চিঠিতে লেখা হয়েছে: সমকালীন বিশ্বসমাজ ভারতকে শান্তিকামী মনীষী মহাত্মা গান্ধীর নামে চেনে। গান্ধি অন্যান্য ধর্মের অনুসারী বিশেষ করে তাঁর দেশের উদার মুসলমানদের প্রতি সম্মান দেখাতেন। হিন্দু-মুসলমানের সম্মিলিত সংগ্রামকে পুঁজি করেই তিনি ঔপনিবেশিকদের রাহুগ্রাস থেকে ভারতের স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত করেছিলেন।

ভারতে মুসলমানদের ওপর সহিংসতা

ইরানি অধ্যাপকেরা আরও লেখেন বিশ্ববাসী বর্তমানে ধর্মীয় উগ্রবাদের হামলায় গভীরভাবে আহত। ধর্মীয়, গোত্রীয়, বর্ণগত উত্তেজনা নিয়ন্ত্রণে কোনোরকম অবহেলা হলে মানবাধিকারের প্রতি আগ্রাসন ও সহিংসতার ঘটনা এমনভাবে শুরু হবার আশঙ্কা দেখা দেবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই হিংস্র চক্র যদি সরকারি মদদ পায় তাহলে তা বিধ্বংসী হুমকিতে পরিণত হবে।

ভারতে মুসলমানদের ওপর সহিংসতা

ইরানি শিক্ষাবিদগণ আশা প্রকাশ করে বলেন: ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ সেদেশের জনগণের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে এবং জ্ঞান-বিজ্ঞানের কূটনীতিকে কাজে লাগিয়ে স্বদেশি মুসলমানদের ওপর হিংস্রতার বিপর্যয়ের পথে বাধা সৃষ্টি করতে পারেন।

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবার পর থেকে সেদেশের মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের অত্যাচার ও সহিংসতা ভয়াবহ রকমে বেড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ