জার্মানির অভিযোগকে ‘এপ্রিল ফুলের’ মস্করা বলল তেহরান
(last modified Sat, 04 Apr 2020 00:23:03 GMT )
এপ্রিল ০৪, ২০২০ ০৬:২৩ Asia/Dhaka
  • করোনাভাইরাসের চিকিৎসায় ইরানের গৃহিত পদক্ষেপগুলো ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    করোনাভাইরাসের চিকিৎসায় ইরানের গৃহিত পদক্ষেপগুলো ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের বিরুদ্ধে ইরানের গৃহিত পদক্ষেপগুলো স্পষ্ট নয় বলে জার্মানি যে অভিযোগ করেছে তাকে ‘এপ্রিল ফুলের’ মস্করার সঙ্গে তুলনা করেছে তেহরান।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান সম্প্রতি দাবি করেন, ইরানে করোনাভাইরাসের উচ্চমাত্রার ঝুঁকি থাকায় এবং এই ভাইরাসের বিরুদ্ধে দেশটির গৃহিত পদক্ষেপগুলো অস্পষ্ট হওয়ার কারণে জার্মানির সঙ্গে ইরান এয়ারের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান

বার্লিনস্থ ইরান দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জার্মান স্বাস্থ্যমন্ত্রীর ওই বক্তব্যের জবাব দিয়েছে। এতে বলা হয়েছে, ঠিক কোন সরকারি প্রতিষ্ঠান বা কোন স্বীকৃত আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে জার্মান স্বাস্থ্যমন্ত্রী এ বক্তব্য দিয়েছেন তাকে তার জবাব দিতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় ইরানের গৃহিত পদক্ষেপগুলো নজরদারির একমাত্র স্বীকৃতি সংস্থা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এবং এই সংস্থা আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা মোকাবিলায় ইরানের সাফল্যের প্রশংসা করেছে।  

ডাব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ ইউরোপীয় দেশগুলোতে বসবাস করেন এবং ইতালি ও স্পেনের পাশাপাশি জার্মানিতেও বিপুল সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ