‘নতুন ডেস্ট্রয়ার নির্মাণ করবে ইরান, পরমাণু সাবমেরিন বানাতেও সক্ষম’
(last modified Sat, 04 Apr 2020 15:02:16 GMT )
এপ্রিল ০৪, ২০২০ ২১:০২ Asia/Dhaka
  • ইরানের একটি ডেস্ট্রয়ার
    ইরানের একটি ডেস্ট্রয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয় হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার তৈরির কাজ শুরু করবে। এছাড়া, তারা পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানাতেও সক্ষম।

গতকাল (শুক্রবার) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সমুদ্র শিল্প বিষয়ক সংস্থার প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, এই ডেস্ট্রয়ার হবে অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ ক্ষমতা দিয়ে জাহাজটিকে তৈরি করা হবে।

তিনি বলেন, এই জাহাজ নির্মাণের ফলে ইরানের নৌবাহিনীর সমুদ্রসীমায় দীর্ঘ অভিযানের ক্ষমতা বাড়বে। জাহাজটি কোনো বন্দরে না ভিড়েই একটানা দুই মাস অভিযান চালাতে পারবে। রিয়ার এডমিরাল রাস্তেগারি আশা করেন, চলতি বছরেই এই ডেস্ট্রয়ার নির্মাণের কাজ শুরু হবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এ কর্মকর্তা বলে, নৌ যুদ্ধে সাবমেরিন একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বিষয়টি মাথায় রেখে ইরান পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানানোর সক্ষমতা অর্জন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ