করোনা চিকিৎসার ওষুধ ফ্যাভিপিরাভির প্রথমবারের মতো তৈরি করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78844-করোনা_চিকিৎসার_ওষুধ_ফ্যাভিপিরাভির_প্রথমবারের_মতো_তৈরি_করল_ইরান
করোনাভাইরাস বিরোধী চলমান লড়াইয়ের অংশ হিসেবে ইরান প্রথমবারের মতো তৈরি করেছে ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির হলেও এটি টি-৭০৫ বা আভিজেন নামেও কোথাও কোথাও পরিচিত।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ২৩:৫৮ Asia/Dhaka
  • করোনা চিকিৎসার ওষুধ ফ্যাভিপিরাভির প্রথমবারের মতো তৈরি করল ইরান

করোনাভাইরাস বিরোধী চলমান লড়াইয়ের অংশ হিসেবে ইরান প্রথমবারের মতো তৈরি করেছে ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির হলেও এটি টি-৭০৫ বা আভিজেন নামেও কোথাও কোথাও পরিচিত।

মাসিহ্‌ দানেশভারি হাসপাতালের একাংশ

এ ওষুধ তৈরির কথা জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত রাজধানী তেহরানের অন্যতম শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্‌ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

মাসিহ্‌ দানেশভারি পরিদর্শন করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা

চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতালটির কর্মীদের সঙ্গে বৈঠকের সময় তিনি আরও জানান,  তেহরানের শহিদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

তেহরানের এ হাসপাতালে করোনা রোগীদের সব চিকিৎসা-সেবা মাগনা দেয়া হয় বলেও জানান তিনি। 

পার্সটুডে/মূসা রেজা/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।