ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছেন পম্পেও
(last modified Mon, 27 Apr 2020 09:41:11 GMT )
এপ্রিল ২৭, ২০২০ ১৫:৪১ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবর ইরানের বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটতে চলেছে। আমেরিকা ২০১৮ সালের ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ের পর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিরোধিতা করে আসছে।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র প্রচেষ্টার কথা উল্লেখ করে লিখেছে, ‘তিনি এমন একটি আইনগত পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছেন যার ভিত্তিতে তিনি দেখাতে চান ওয়াশিংটন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও তারা এখনও ওই চুক্তির একটি গুরুত্বপূর্ণ সদস্য। এ পরিকল্পনা অনুযায়ী আমেরিকা দাবি করতে পারবে আইনগতভাবে তারা এখনো পরমাণু সমঝোতায় উপস্থিত রয়েছে এবং এতে সাক্ষরের আগে ইরানবিরোধী যেসব নিষেধাজ্ঞা ছিল তা আবারো বলবত করতে পারবে। এমনকি নিরাপত্তা পরিষদে যদি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করা না হয় তবুও ওয়াশিংটন পরমাণু সমঝোতার একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করবে এবং ২০১৫ সালে পরমাণু সমঝোতার আগে ইরানের তেল ও ব্যাংকখাতে আরোপিত নিষেধাজ্ঞা ফের বলবত করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এটাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন’।

 প্রকৃতপক্ষে, ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে ওয়াশিংটন আতঙ্কিত হয়ে পড়েছে। আর এ কারণেই ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন নিরাপত্তা পরিষদের মাধ্যমে এমন একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে যাতে কোনো দেশ ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে না পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘তার ভাষায় উন্নত ও শক্তিশালী দেশগুলোর উচিত হবে না এমন একটি দেশের কাছে অস্ত্র বিক্রি করা যে কিনা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং ইহুদি বিরোধী’। পম্পেও বলেন, ‘পশ্চিম এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর আগেই নিরাপত্তা পরিষদের উচিত ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা’।

২০১৬ সাল থেকে কার্যকর হওয়া নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী পরবর্তী পাঁচ বছরের মধ্যে কোনো দেশ ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না। এ নিষেধাজ্ঞা চলতি বছর ১৮ অক্টোবর শেষ হবে এবং এরপর ইরান আবারো অন্য দেশের সঙ্গে অস্ত্র কেনাবেচা করতে পারবে। পরমাণু সমঝোতায় সইকারী দেশগুলো এখনো ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিরোধিতা করেনি এবং তারা এ ব্যাপারে মার্কিন দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ পার হওয়ার পর ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনার বিষয়বস্তু হতে পারে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭

ট্যাগ