করোনা-বিরোধী লড়াইয়ে সাহায্য করতে চাইলে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: রুহানি
(last modified Wed, 06 May 2020 03:16:49 GMT )
মে ০৬, ২০২০ ০৯:১৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে আমেরিকা যদি সত্যিই ইরানকে সহযোগিতা করতে চাই তাহলে তাকে সবার আগে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

গতকাল (মঙ্গলবার) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই হচ্ছে করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার একমাত্র পথ।

এ সময় তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে সহযোগিতা জন্য জাপানের প্রশংসা করেন। অন্যদিকে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা জোরদার করায় প্রেসিডেন্ট রুহানি আমেরিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করার কারণে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নানা ধরনের চিকিৎসা সামগ্রী পেতে ইরানকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

শিনজো অ্যাবে (বামে) ও হাসান রুহানি

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে সফলতা অর্জন করতে হলে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও এটি জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি আমেরিকা এই মুহুর্তে ইরাক এবং পারস্য উপসাগরে আগের চেয়েও বেশি উত্তেজনা তৈরি করেছে।

টেলিফোন আলাপে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রত্যেকটা দেশকে তাদের কর্মসূচিতে মানবিকতাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে; এটি অত্যন্ত উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ। জাপানের প্রধানমন্ত্রীও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শিনজো আবে বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এদেশের ভূমিকা অপরিহার্য।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ