১৪ মে থেকে চালু হবে ইরান এয়ারের ফ্লাইট
(last modified Tue, 12 May 2020 07:09:26 GMT )
মে ১২, ২০২০ ১৩:০৯ Asia/Dhaka
  • ইরান এয়ারের একটি বিমান
    ইরান এয়ারের একটি বিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ার আংশিকভাবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়লে দুই মাস ফ্লাইট বন্ধ থাকার পর তা আবার চালু হতে যাচ্ছে।

ইরান এয়ার গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, ১৪ মে বৃহস্পতিবার থেকে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে প্রথম ফ্লাইট যাবে। নেদারল্যান্ডের স্বাস্থ্য বিভাগের অনুমোদনের পর ইরান এয়ার এই ফ্লাইট চালু করতে যাচ্ছে। ফ্লাইট চালু করার জন্য ইরান এয়ারলাইন্সের অনুকূলে বিশেষ সার্টিফিকেট দেয়া হয়েছে।

ইরান এয়ার জানিয়েছে, সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট তেহরান ও আমস্টারডামের মধ্যে যাওয়া আসা করবে এবং বিশেষ যোগ্যতার অধিকারী ব্যক্তিরা এ ফ্লাইটের যাত্রী হবেন।

ইরান এয়ার জানিয়েছে, নেদারল্যান্ডে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিক ও যারা এমভিভি এবং টাইপ ডি ভিসা বহন করছেন তারা আমস্টারডামগামী ফ্লাইটের যাত্রী হতে পারবেন। এছাড়া, কূটনৈতিক মিশনের লোকজন এবং মানবিক ত্রাণ কাজে জড়িত লোকজন ওই ফ্লাইটের যাত্রী হওয়ার অনুমতি পাবেন।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ