সামাজিক দূরত্ব বজায় রেখে শবে কদরের ইবাদতে মশগুল ইরানিরা
https://parstoday.ir/bn/news/iran-i79848-সামাজিক_দূরত্ব_বজায়_রেখে_শবে_কদরের_ইবাদতে_মশগুল_ইরানিরা
শবে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। রমজান মাস কোরআন নাজিলের মাস, শবে কদর কোরআন নাজিলের রাত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০২০ ১৭:৫৩ Asia/Dhaka
  • সামাজিক দূরত্ব বজায় রেখে শবে কদরের ইবাদতে মশগুল ইরানিরা

শবে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। রমজান মাস কোরআন নাজিলের মাস, শবে কদর কোরআন নাজিলের রাত।

এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার জাবালে নূর, তথা হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সরদার হজরত জিবরাইল (আ.)–এর মাধ্যমে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রতি মহাগ্রন্থ আল–কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)। ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্যপূর্ণ রজনীতে। মহিমান্বিত নিশি সহস্র মাস অপেক্ষা শ্রেয়। সে রাত্রিতে ফেরেশতাগণ রুহুল কুদুস হজরত জিবরাইল (আ.) সমভিব্যাহারে অবতরণ করেন; তাঁদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষা উদয় পর্যন্ত’ (সুরা-৯৭ কদর, আয়াত: ১-৫)। আরবিতে ‘লাইলাতুল কদর’–এর ফারসি হলো শবে কদর। অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত, সম্ভাবনাময়, ভাগ্যনির্ধারণী রজনী।#

পার্সটুডে/মো.আবুসা।ঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।