ইরানের নয়া পার্লামেন্ট স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের নয়া পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কালিবফের কাছে পাঠানো এক বার্তায় স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন আসাদ কায়সার।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) বাকের কালিবফের কাছে কায়সারের বার্তা পৌঁছে।
বার্তায় পাক পার্লামেন্ট স্পিকার বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক দিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে চমৎকার ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিরাজ করছে। এ সম্পর্ক দু’দেশের পার্লামেন্টের প্রচেষ্টায় আরো বেশি ঘনিষ্ঠ হতে পারে বলে বার্তায় আশা প্রকাশ করা হয়।
পাক পার্লামেন্ট স্পিকারের বার্তায় কাশ্মির ইস্যুর প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
গত ২৮ মে ইরানের একাদশ পার্লামেন্টের উদ্বোধনি অধিবেশনে স্পিকার নির্বাচিত হন তেহরানের সাবেক মেয়র বাকের কালিবফ।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।