‘৪ ইরানি কূটনীতিক অপহরণের দায় ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের’
(last modified Sat, 04 Jul 2020 00:16:32 GMT )
জুলাই ০৪, ২০২০ ০৬:১৬ Asia/Dhaka
  • চার ইরানি কূটনীতিক (ফাইল ছবি)
    চার ইরানি কূটনীতিক (ফাইল ছবি)

লেবানন থেকে চার ইরানি কূটনীতিক অপহরণের রাজনৈতিক ও আইনগত দায় ইহুদিবাদী ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের নিতে হবে বলে মন্তব্য করেছে ইরান। ওই কূটনীতিকদের অপহরণের বার্ষিকীর প্রাক্কালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

১৯৮২ সালের ৫ জুলাই ইহুদিবাদী ইসরাইলের একদল অনুচর লেবাননের ভূমি থেকে ওই চার ইরানি কূটনীতিককে অপহরণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার তেহরানে এক বিবৃতি প্রকাশ করে বলেছে, প্রাপ্ত অকাট্য তথ্য অনুযায়ী, লেবাননের উত্তরাঞ্চল থেকে ইরানি কূটনীতিকদের অপহরণ করে ইহুদিবাদী সেনাদের হাত তুলে দেয়া হয়। বর্তমানে এসব কূটনীতিক ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতিতে মানবতাবিরোধী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এ পদক্ষেপের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করা হয়।এতে বলা হয়, লেবাননের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস’সহ সব আন্তর্জাতিক সংস্থার উচিত ইরানি কূটনীতিকদের মুক্ত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেয়া।# 

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ