জুলাই ০৬, ২০২০ ১৬:৫৯ Asia/Dhaka
  • বুশেহর বন্দরে ভেনিজুয়েলা ফেরত তেল ট্যাংকারের নাবিকদের আনুষ্ঠানিক সংবর্ধনা

ভেনিজুয়েলায় জ্বালানি সরবরাহের পর ইরানে ফিরে আসা তেল ট্যাংকারের ক্যাপ্টেনসহ সব নাবিককে বুশেহর প্রদেশে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। তেল ট্যাংকারটি আজ (সোমবার) বুশেহর বন্দরে পৌঁছার পর প্রাদেশিক কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানান।

তেল ট্যাংকারে গিয়ে তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন বুশেহর প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ওয়ালিউল্লাহ রেজায়িনেজাদ। ফুলের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র। এছাড়াও প্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ওয়ালিউল্লাহ রেজায়িনেজাদ বলেছেন,  জাহাজের নাবিকেরা অত্যন্ত সুচারুভাবে তাদের দায়িত্ব সম্পন্ন করে বীরের বেশে দেশে ফিরেছেন। তাদের সঙ্গী হতে না পেরে আমার আফসোস হচ্ছে। তিনি আরও বলেন, পরাশক্তিগুলো যখন ইরানকে বারবার হুমকি দিচ্ছে ঠিক তখনি তারা সাহসিকতার সঙ্গে তেল ট্যাংকার নিয়ে ভেনিজুয়েলায় জ্বালানি পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, শত্রুদের জেনে রাখা উচিত শুধু তেল ট্যাংকারের নাবিকরা নয় বরং ইরানের আবাল-বৃদ্ধ-বনিতা তাদের দেশ ও আদর্শ রক্ষার জন্য সদাপ্রস্তুত রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বলেন, তেল ট্যাংকারের এই সফল অভিযান অবশ্যই শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকেও খুশি করেছে। ইরানি জাতি ভবিষ্যতেও শহীদদের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে তিনি জানান।

কয়েক দিন আগে এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছালে সেখানে নাবিকদের শুভেচ্ছা জানান ইমাম রেজা (আ.)’র মাজারের একদল সেবক। তারা মাজারের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ