'ইরান-চীন কৌশলগত চুক্তি দু দেশেরই স্বার্থ রক্ষা করবে'
https://parstoday.ir/bn/news/iran-i81324-'ইরান_চীন_কৌশলগত_চুক্তি_দু_দেশেরই_স্বার্থ_রক্ষা_করবে'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অফ স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরান এবং চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছরের চুক্তির মধ্যদিয়ে দু'দেশের কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে। সম্ভাব্য এই চুক্তির বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা করা হচ্ছে তা নাকচ করে ইরানের এ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ইরানের ইসলামি ব্যবস্থার শত্রুদের খুশি করার জন্য কিছু গোষ্ঠী এই সমালোচনা শুরু করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২০ ১৮:০২ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি
    মাহমুদ ওয়ায়েজি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অফ স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরান এবং চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছরের চুক্তির মধ্যদিয়ে দু'দেশের কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে। সম্ভাব্য এই চুক্তির বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা করা হচ্ছে তা নাকচ করে ইরানের এ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ইরানের ইসলামি ব্যবস্থার শত্রুদের খুশি করার জন্য কিছু গোষ্ঠী এই সমালোচনা শুরু করেছে।

মাহমুদ ওয়ায়েজি বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা চলছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই উদ্যোগের বিরুদ্ধে ইরানের বাইরে থেকে ধ্বংসাত্মক অপপ্রচার চালানোর দিক নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, চীনের সাথে ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ তৈরির চেষ্টা চলছে যা বর্তমান কূটনৈতিক চর্চার মধ্যে একেবারেই সাধারণ ব্যাপার।

ইরান ও চীনের মধ্যে সই হতে যাচ্ছে ২৫ বছরের কৌশলগত চুক্তি

মাহমুদ ওয়ায়েজি বলেন, এই রোডম্যাপ বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পর্ক তৈরির পথনির্দেশনা দেবে। এ রোড ম্যাপ অনুসরণ করে বহু দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মাহমুদ ওয়ায়েজি।

ইরানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন চীনের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছেন তখন ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অফ স্টাফ এসব কথা বললেন। সম্ভাব্য চুক্তির বিরোধিতাকারীরা বলছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসন যে চুক্তি করতে যাচ্ছে তা ভবিষ্যতে ইরানের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে।#

পার্সটুডে/এসআইবি/৯