দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলবের খবর প্রত্যাখ্যান
-
সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ বাদামচি শাবেস্তারি
সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে দক্ষিণ কোরিয়া তলব করেছে বলে দেশটির একটি বার্তা সংস্থা যে খবর দিয়েছে তাকে ‘অপেশাদার ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা সম্প্রতি দাবি করে, সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ বাদামচি শাবেস্তারিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ইরানি রাষ্ট্রদূতকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়নি বরং আমন্ত্রণ জানানো হয়েছিল।
এ সময় তেহরান-সিউল সম্পর্কের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বক্তব্যের ব্যাপারে বাদামচি’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য সম্পর্কে জানতে হলে এই মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার শরণাপন্ন হতে হবে। ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের গণমাধ্যম স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং এই মতামতের জন্য ইরান সরকার দায়ী নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রির যে অর্থ আটকা পড়েছে তা দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাবে তেহরান। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানান, দক্ষিণ কোরিয়া মার্কিন চাপে ইরানের তেল বিক্রির কয়েক বিলিয়ন ডলার জব্দ করেছে। তবে এই অর্থ ফেরত আনার চেষ্টা করে যাচ্ছে হাসান রুহানি সরকার।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।