টেলিফোনালাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রুহানি ও এরদোগান
(last modified Fri, 31 Jul 2020 22:58:57 GMT )
আগস্ট ০১, ২০২০ ০৪:৫৮ Asia/Dhaka
  • টেলিফোনালাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রুহানি ও এরদোগান

অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছ ইরান ও তুরস্ক। গতকাল (শুক্রবার) এক টেলিফোলাপে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে গিয়ে এ প্রত্যয় জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান।

টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি তুরস্কের সরকার ও জনগণকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় দু’দেশ পরস্পরের পাশে ছিল এবং সামনের দিনগুলিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে।

ইরানের প্রেসিডেন্ট কিছু আঞ্চলিক সমস্যার প্রতি ইঙ্গিত করে আশা প্রকাশ করে বলেন, এ অঞ্চলের সবগুলো দেশের মধ্য সহযোগিতার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ইরানে শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়

মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নির্দয় নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে উল্লেখ করেন হাসান রুহানি। তিনি বলেন, এ অবস্থায় তেহরান ও আঙ্কারার উচিত নিজেদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা।  টেলিফোনালাপে রজব তাইয়্যেব এরদোগান ইরানের সরকার ও জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এই ঈদ গোটা মুসলিম বিশ্বে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় ইরানের সরকার ও জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও সাফল্যের ভুয়সী প্রশংসা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন অতীতের চেয়ে আরো বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ