ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুন: পাশ্চাত্যকে ইরান
(last modified Sun, 02 Aug 2020 00:58:40 GMT )
আগস্ট ০২, ২০২০ ০৬:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনাকারী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষতা বন্ধ করতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘তোন্দার’-এর প্রধান জামশিদ শরমাহ্‌দ আটক হওয়ার পর এ প্রতিক্রিয়া জানান জারিফ।

তিনি এক টুইটার বার্তায় বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে অভয়ারণ্য গড়ে তুলে ইরানের বেসামরিক নাগরিকদের হত্যা ও এদেশে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।

আটকের পর জামশিদ শরমাহদ

ইরানের ইসলামি শাসনব্যবস্থা উৎখাতের প্রচেষ্টায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, পাশ্চাত্যকে এসব সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি আর্থিক সহযোগিতা ও আশ্রয় দেয়া বন্ধ করতে হবে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার শেষ বেলায় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘তোন্দার’-এর প্রধান জামশিদ শরমাহ্‌দকে আটক করেছে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।