শত্রুর যেকোনো উড়ন্ত বস্তু চিহ্নিত ও ধ্বংস করতে সক্ষম ইরান: সাবাহি ফার্দ
(last modified Wed, 02 Sep 2020 09:24:50 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৫:২৪ Asia/Dhaka
  • সাবাহি ফার্দ
    সাবাহি ফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ‘ইরানের সীমানার মধ্যে শত্রুর যেকোনো উড়ন্ত বস্তু চিহ্নিত ও ধ্বংস করার সক্ষমতা আমাদের রয়েছে।’

তিনি আজ (বুধবার) আকাশ প্রতিরক্ষা বাহিনীর নতুন কয়েকটি সাফল্য উন্মোচনের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, অতীতের মতো এ বছরও এই বাহিনী নানা সাফল্য অর্জন করেছে। তবে সব অর্জন গণমাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমাদের এমন কিছু অর্জন রয়েছে যা কেবল প্রয়োজনের সময়ই আমরা ব্যবহার করব। কারণ আগে থেকেই সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হলে শত্রুদের জন্য সুবিধা হবে।

সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা ব্যবহারের পর শত্রুরা হতভম্ব হয়ে যাবে।

গত ২৯ আগস্ট ইরানে জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এখনও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ কয়েকটি সাফল্য উন্মোচন করা হয়েছে।#  

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।