আমেরিকাকে নজিরবিহীন পরাজয়ের স্বাদ নিতে বাধ্য করেছে ইরান: ড. রুহানি
-
রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের শত্রুরা তাদের কৌশলগত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বরং নজিরবিহীন পরাজয়ের সম্মুখীন হয়েছে।
তিনি আজ (রোববার) ভিডিও লিঙ্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর নয়া শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন। ইরানে গ্রীষ্মকালীন ছুটির পর নয়া শিক্ষাবর্ষ শুরু হচ্ছে।
রুহানি আরও বলেছেন, ইরানের শত্রুরা নিজেদের লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতো, নিরাপত্তা পরিষদকে নিজেদের মুক্ত আঙিনা হিসেবে মনে করতো কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তারা সেখানে ঐতিহাসিক পরাজয়বরণ করেছে।
জাতিসংঘের ২২৩১ নম্বর ইশতেহারের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি এবং স্ল্যাপব্যাক ম্যাকানিজম চালুর মার্কিন চেষ্টা নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আদালতেও ওয়াশিংটনের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক সাফল্য পেয়েছে তেহরান।
আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের ৪০টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে অগ্রগামী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে।
গত কয়েক বছরে বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে ইরান ১২০তম অবস্থান থেকে ৬৫তম অবস্থানে উন্নীত হয়েছে উল্লেখ করেন রুহানি।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।