পারস্য উপসাগরকে ইসরাইলের জন্য উন্মুক্ত করা কৌশলগত ভুল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83103-পারস্য_উপসাগরকে_ইসরাইলের_জন্য_উন্মুক্ত_করা_কৌশলগত_ভুল_ইরান
পারস্য উপসাগরে যেকোন ধরনের নিরাপত্তাহীনতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, আমিরাত ও বাহরাইনসহ যেসব দেশ পারস্য উপসাগরকে ইহুদিবাদী ইসরাইলের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের সবাই সম্ভাব্য যেকোনো নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০৫:৫৫ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

পারস্য উপসাগরে যেকোন ধরনের নিরাপত্তাহীনতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, আমিরাত ও বাহরাইনসহ যেসব দেশ পারস্য উপসাগরকে ইহুদিবাদী ইসরাইলের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের সবাই সম্ভাব্য যেকোনো নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কুদস দখলদার ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্থাপনকে তেহরান কৌশলগত ভুল বলে মনে করে। তবে এর ফলে যেসব সরকার ইসরাইলের সঙ্গে এ ধরনের অপমানজনক চুক্তি সই করছে তাদেরকে মধ্যপ্রাচ্যের জনগণ চিনে রাখবে বলে তিনি মন্তব্য করেন।

রাবিয়ি বলেন, শিশু হত্যাকারী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে না। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে বাহরাইন ও আরব আমিরাতের চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার চাপে এবং এ চুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচার ছাড়া অন্য কোনো কাজে আসবে না।

মুসলিম বিশ্বের জন্য আরেকটি কলঙ্কজনক অধ্যায়

গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনের মজলুম জাতি তথা গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজে চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল যিয়ানি।মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার দখলদার ইসরাইলের পক্ষে চুক্তিতে সই করেছেন বর্ণবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।