বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ইরানের হরমুজ প্রণালী
https://parstoday.ir/bn/news/iran-i83369-বিশ্বের_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_সমুদ্রপথ_ইরানের_হরমুজ_প্রণালী
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত ইরানের হরমুজ প্রণালী ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৭:২৯ Asia/Dhaka

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত ইরানের হরমুজ প্রণালী ।

মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো। এসব দেশের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলো রয়েছে। হরমুজ প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র ২১ মাইল।  এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে। কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়। এই প্রণালী দিয়ে প্রতিদিন এক কোটি ৯০ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়।#

ইরানের হরমুজ প্রণালী 
ইরানের হরমুজ প্রণালী 
হরমুজ প্রণালী 
হরমুজ প্রণালী 
হরমুজ প্রণালী 
হরমুজ প্রণালী 
পর্তুগিজ দুর্গ
ইরানের হরমুজ প্রণালী