যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে : জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i83705-যারা_আমাদের_অর্থ_আটকে_দিচ্ছে_তাদের_একদিন_বিচার_হবে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৯, ২০২০ ০৬:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে।

গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি এতে লিখেছেন, করোনাভাইরাসের মহামারীর মধ্যে ওষুধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলোও মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ এই টুইটার পোস্ট দিলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতাবিরোধী অপরাধ।

ইরানের মাসকান ব্যাংক

জারিফ তার টুইটার পোস্টে আশা ব্যক্ত করে বলেন, আমেরিকার এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবেন একসময় অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করবেন।

ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেয়ার অভিযোগে এ সমস্ত ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ারও অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। অথচ বাস্তবতা হচ্ছে- মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানাভাবেই লড়াই করে আসছে। এছাড়া, সারা বিশ্বে গত কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার অন্যতম প্রধান শিকার ইরান।#

পার্সটুডে/এসআইবি/৯