আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক খেলার বলি করা হচ্ছে ইরানকে: রুহানি
(last modified Sat, 10 Oct 2020 00:12:16 GMT )
অক্টোবর ১০, ২০২০ ০৬:১২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে বাধা দিয়ে আমেরিকা ইরানি জনগণের প্রতিরোধে ফাটল ধরাতে পারবে না। তিনি শুক্রবার ইরানের ১৮ ব্যাংকের ওপর নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতির সঙ্গে আলাপ করার সময় একথা বলেন।

রুহানি বলেন, মার্কিন সরকার আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক খেলায় জয়লাভ করতে ইরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে কৌশলগত ভুল করেছেন তা সংশোধন করার পরিবর্তে সেই ভুলের রেশ টেনে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও অত্যন্ত অমানবিক।

প্রেসিডেন্ট রুহানি ও গভর্নর হেম্মাতি

হাসান রুহানি বলেন, ওয়াশিংটন ভেবেছিল তারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জনগণের প্রতিরোধে ফাটল ধরাতে পারবে কিন্তু যতই সময় গড়িয়েছে ততই প্রমাণিত হয়েছে তাদের নিষেধাজ্ঞা আরোপের নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

মার্কিন সরকার যতবারই ইরানের বিরুদ্ধে নিজের ভুল নীতির পুনরাবৃত্তি করতে গেছে ততবারই পরাজিত হয়েছে বলে জানান হাসান রুহানি। তিনি বলেন, এই পরাজয়ের সর্বশেষ উদাহরণ স্ন্যাপব্যাক ম্যাকানিজম।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এই ম্যাকানিজক চালু করতে চাইলেও আমেরিকার সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মার্কিন সরকার বর্তমানে নিষেধাজ্ঞা দিয়ে ইরানে জরুরি ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ