মহাকবি ফেরদৌসির মাজার প্রাঙ্গনে শায়িত হলেন ইরানের প্রখ্যাত গায়ক শাজারিয়ান
(last modified Sat, 10 Oct 2020 11:00:14 GMT )
অক্টোবর ১০, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • মহাকবি ফেরদৌসির মাজার ভবন
    মহাকবি ফেরদৌসির মাজার ভবন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত গায়ক ও সঙ্গীত বিশারদ মোহাম্মাদ রেজা শাজারিয়ানকে তুস শহরে মহাকবি ফেরদৌসির মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

মাশহাদ নগরী থেকে ৩০ কিলোমিটার উত্তরে তুস শহরে বিশ্বখ্যাত মহাকবি ফেরদৌসির মাজার অবস্থিত।

আজ (শনিবার) সকালে রেজা শাজারিয়ানের দাফন অনুষ্ঠানে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক উপমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

দীর্ঘ চার বছর ক্যান্সারে ভোগার পর গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি ১৯৪০ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে প্রথম তার কুরআন তেলাওয়াত প্রাদেশিক রেডিও থেকে সম্প্রচারিত হয়।

ইরানের জনপ্রিয় এই গায়কের রয়েছে ৬০টির বেশি মিউজিক অ্যালবাম। তার ‘রাব্বানা’ শীর্ষক দোয়াটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ