ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে একজন সীমান্তরক্ষী নিহত
https://parstoday.ir/bn/news/iran-i83756
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে দায়িত্ব পালনরত অবস্থায় একজন ইরানি সীমান্তরক্ষী শাহাদাতবরণ করেছেন। সীমান্তে প্রহরারত অবস্থায় শুক্রবার ‘সারদাশত’ সীমান্ত রেজিমেন্টের ওই সৈন্য নিহত হন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১১, ২০২০ ০৭:৪৫ Asia/Dhaka
  • কমান্ডার-ইন-চিফ ইয়াহিয়া হোসেইনখনি
    কমান্ডার-ইন-চিফ ইয়াহিয়া হোসেইনখনি

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে দায়িত্ব পালনরত অবস্থায় একজন ইরানি সীমান্তরক্ষী শাহাদাতবরণ করেছেন। সীমান্তে প্রহরারত অবস্থায় শুক্রবার ‘সারদাশত’ সীমান্ত রেজিমেন্টের ওই সৈন্য নিহত হন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার-ইন-চিফ ইয়াহিয়া হোসেইনখনি শনিবার বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষে ‘সাসান আমিরখনি’ নামের ওই সীমান্তরক্ষী নিহত হন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে প্রায় ৯৬৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই প্রদেশের উত্তরে রয়েছে স্বশাসিত নাখচিভান প্রজাতন্ত্র ও তুরস্ক এবং পশ্চিম দিকে ইরাক ও তুরস্ক।সীমান্ত শহর সারদাশত পশ্চিম আজারবাইজান প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত।#

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।