মহানবী (স)’র পবিত্র জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখবেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i84330-মহানবী_(স)’র_পবিত্র_জন্মদিন_উপলক্ষে_বক্তব্য_রাখবেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
মহানবী হযরত মুহাম্মাদ (স)’র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (৩ নভেম্বর মঙ্গলবার) ভাষণ দেবেন। এদিন শিয়া মাজহাবের ৬ষ্ঠ ইমাম জাফর সাদেক (আ)-এরও জন্মদিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২০ ০৯:৪২ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

মহানবী হযরত মুহাম্মাদ (স)’র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (৩ নভেম্বর মঙ্গলবার) ভাষণ দেবেন। এদিন শিয়া মাজহাবের ৬ষ্ঠ ইমাম জাফর সাদেক (আ)-এরও জন্মদিন।

ইরানের স্থানীয় সময় সকাল ১১টায় সর্বোচ্চ নেতা ভাষণ দেয়া শুরু করবেন।

সম্প্রতি মহানবী (স)’র ব্যাঙ্গাত্মক ও বিকৃত কার্টুন ছাপে ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদো। এরপর দেশটিতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত আপত্তির ভাষায় অবমাননাকর বক্তব্য দেন। ফ্রান্সে এ ধরনের কার্টুন ছাপানো অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন। একে মত প্রকাশের স্বাধীনতা বলেও মন্তব্য করেন ম্যাকরন।

এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে এবং মুসলিম বিশ্বে মারাত্মক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মহানবী (স)’র জন্মদিন উপলক্ষে ভাষণ দিতে যাচ্ছেন। তার এ ভাষণকে বিশেষণ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২