ইরানে সাফল্যের সঙ্গে বিমান মহড়া শেষ হওয়ার খবর দিলেন বিমান বাহিনী প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i84374-ইরানে_সাফল্যের_সঙ্গে_বিমান_মহড়া_শেষ_হওয়ার_খবর_দিলেন_বিমান_বাহিনী_প্রধান
ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদে বলেছেন, তার দেশের ওপর আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও নবম বার্ষিক বিমান মহড়া সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০২০ ০৬:৩১ Asia/Dhaka
  • শত্রুর বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র থেকে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করছেন ইরানি পাইলটরা
    শত্রুর বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র থেকে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করছেন ইরানি পাইলটরা

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদে বলেছেন, তার দেশের ওপর আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও নবম বার্ষিক বিমান মহড়া সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

গতকাল (মঙ্গলবার)  ‘গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই-৯৯’ নামের এই মহড়া শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিমান বাহিনীর বার্ষিক এ মহড়া পূর্ব নির্ধারিত সবগুলো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেন, এদেশের শত্রু  ও মিত্র উভয়ের জানা উচিত এই মহড়া সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন ইরানি জনগণের শত্রুরা বহু বছর ধরে এদেশের সশস্ত্র বাহিনীর ওপর সর্বাধিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

মহড়ার শেষ দিনের দৃশ্য

এদিকে নবম ‘গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই-৯৯’ মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ গুদারজি বলেছেন, এই মহড়া মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে নিরাপত্তা, স্থিতিশীলতা, বন্ধুত্ব ও শান্তির বার্তা পাঠিয়েছে। সেইসঙ্গে ইরানের শত্রুদের এই বলে সতর্ক করা হয়েছে যে, তারা যেকোনো ধরনের ভুল হিসাব নিকাষ করলে দাঁতভাঙা জবাব পাবে।

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের আনারাক এলাকায় পাঁচদিনব্যাপী ‘গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই-৯৯’ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ছিল মহড়ার চূড়ান্ত ও শেষ দিন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।