আমেরিকায় কী ঘটছে, কে প্রেসিডেন্ট হচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয়: ড. রুহানি
(last modified Wed, 04 Nov 2020 12:41:05 GMT )
নভেম্বর ০৪, ২০২০ ১৮:৪১ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কী ঘটছে এবং কে প্রেসিডেন্ট হচ্ছেন তা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আজ (বুধবার) তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেন।

রুহানি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লঙ্ঘনের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, উত্তর এবং উত্তর-পশ্চিম সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের উপস্থিতি মেনে নেয়া হবে না। এ বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি কূটনৈতিক ও বেসামরিক পন্থায় কারাবাখ সংকটের সমাধান করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ড. রুহানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি বলেন, যারা মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র অবমাননা করেছে তারা মারাত্মক অন্যায় করেছে। কিন্তু যারা মানুষ হত্যা করছে তারাও বড় অন্যায় করছে এবং মানবতাবিরোধী কাজ করছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ