আন্তর্জাতিক আইন লঙ্ঘন ছিল ট্রাম্পের মূলনীতি: ইরানের ভাইস প্রেসিডেন্ট
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মূলনীতি। তিনি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার পর আজ (রোববার) ভোরে এক টুইটার বার্তায় জাহাঙ্গিরি এ মন্তব্য করেন।তিনি বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ইরানের ভাইস প্রেসিডেন্টের টুইটার বার্তায় বলা হয়েছে, “আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর শেষ পর্যন্ত ট্রাম্প ও তার প্রশাসনের যুদ্ধকামী ও হঠকারী শাসনের অবসান হয়েছে।”
তিনি আরো লিখেছেন, “ইরানি জনগণ ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে।তবে ট্রাম্পের এই নীতির কারণে তাদেরকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে, ইরানি রোগীরা অনেক ওষুধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে এবং তারা তাদের বীর সেনানি জেনারেল কাসেম সোলেইমানিকে হারিয়েছে। এসব কথা ইরানি জনগণ কোনদিনও ভুলবে না।”
ইসহাক জাহাঙ্গিরি তার টুইটার বার্তার শেষাংশে বলেন, “(নয়া প্রশাসনের শাসনামলে) আমেরিকার এই ধ্বংসাত্মক নীতির অবসান ঘটবে এবং দেশটি আন্তর্জাতিক সকল চুক্তিতে প্রত্যাবর্তন করে জাতিগুলোর অধিকারের প্রতি সম্মান দেখাবে বলে আমরা আশা করছি।”#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।