শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে পম্পেও: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84498-শিগগিরই_ইতিহাসের_আস্তাকুঁড়ে_নিক্ষিপ্ত_হবে_পম্পেও_ইরান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে যে অশোভন টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই পম্পেওকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ০৯, ২০২০ ০৭:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে যে অশোভন টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই পম্পেওকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।

মাইক পম্পেও গতকাল (রোববার) এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে তার পুরোনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে ইরানের নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন।

এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় লিখেছেন, একথা সহজেই অনুমেয় যে, আড়াই বছর ধরে একের পর এক লজ্জাজনক ব্যর্থতা শেষে যখন পম্পেওকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হচ্ছে তখন তার মেজাজ খারাপ থাকাটাই স্বাভাবিক।  

আগামী ২০ জানুয়ারির মধ্যে পম্পেওসহ ট্রাম্প প্রশাসনের সবাইকে তল্পিতল্পা গুটাতে হবে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে পরাজিত হয়েছে এই নীতির ভিত্তি স্থাপনকারী আইন ভঙ্গকারী গুণ্ডারা।

তিনি আরো বলেন, এমন সময় ব্যর্থতার বিশাল দায়ভার নিয়ে ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হচ্ছে যখন ইরানি জনগণ আগের মতো বুক ফুলিয়ে সম্মানজনক জীবনযাপন করছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।