জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করল ইরান
-
জেনারেল সোলাইমানি (বামে) ও হাশদ আাশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় যেসব মার্কিন নাগরিক জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য একটি কমিটি গঠন করেছে ইরানের বিচার বিভাগ।
জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের মামলা পরিচালনাকারী ইরানের ডেপুটি প্রসিকিউটর এবং বিশেষ তদন্তকারী সাইয়্যেদ আশরাফি বলেন, গত জানুয়ারি মাসে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের অনেকেই নিয়মিতভাবে একটি প্রতিবেশী দেশ ভ্রমণ করে থাকে।
তিনি বলেন, ইরান এসব দেশের কাছে বিস্তারিত তথ্য সরবরাহ করেছে। ইরানের সরবরাহ করা তথ্যের ব্যাপারে ইরাকের সরকার জবাব দিতে যাচ্ছে বলে সম্প্রতি আমরা জানতে পেরেছি। এই জবাব কূটনৈতিক চ্যানেলে দেয়া হবে বলে সাইয়্যেদ আশরাফি জানান।
ইরানের এই কর্মকর্তা আরো জানান, তার দেশের পক্ষ থেকে বিচারিক আরো কিছু তথ্য আমেরিকার বিচার বিভাগকে সরবরাহ করা হবে এবং তারা এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য ইরান অপেক্ষা করবে।#
পার্সটুডে/এসআইবি/২৭