ইরানে মহানবী (স.) মহড়ার প্রথম পর্ব সম্পন্ন; মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/iran-i86043-ইরানে_মহানবী_(স.)_মহড়ার_প্রথম_পর্ব_সম্পন্ন_মুহুর্মুহু_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের 'মহানবী (স.)-১৫' মহড়ার প্রথম পর্ব আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। 'কাভিরে মারকাজি' মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৫, ২০২১ ১৯:১০ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের 'মহানবী (স.)-১৫' মহড়ার প্রথম পর্ব আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। 'কাভিরে মারকাজি' মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়।

আজকের মহড়ায় অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে। এ যেন এক মহাযুদ্ধ। মহড়ায় বহু বোমারু ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোন থেকে নিক্ষিপ্ত বোমা ও ক্ষেপণাস্ত্রে নিমিষেই ধ্বংস হচ্ছিল কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তু। 

 

আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ আজকের মহড়া সম্পর্কে বলেছেন, মহড়ার প্রথম পর্বে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে কল্পিত শত্রুর ডামি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়। 

তিনি আরও বলেন, 'জুলফিকার', 'জিলজাল' ও 'দেযফুল' ক্ষেপণাস্ত্রের নতুন ভার্সনও ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। ড্রোনের ক্ষেত্রেও ছিল বৈচিত্র।# 

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।