মর্মর পাথরে তৈরি ইরানের ঐতিহাসিক ‘সানান্দাজ জামে মসজিদ’
(last modified Sat, 23 Jan 2021 06:58:18 GMT )
জানুয়ারি ২৩, ২০২১ ১২:৫৮ Asia/Dhaka
  • সানান্দাজ জামে মসজিদ
    সানান্দাজ জামে মসজিদ

ইরানের কুর্দিস্তান প্রদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থাপনা হল সানান্দাজ জামে মসজিদ। এই মসজিদ ‘দারুল এহসান’ নামেও বিখ্যাত। পাথরের পিলারের ওপর নির্মিত এই মসজিদটি শ্বেত মর্মর পাথর, রঙিন টাইলস এবং গম্বুজযুক্ত ছাদবিশিষ্ট।

সানান্দাজ জামে মসজিদটির বড় একটি শাবেস্তান রয়েছে। শাবেস্তান হলো মসজিদের ছাদবিশিষ্ট উঠোনের মতো। এই শাবেস্তানের একটি গম্বুজ আছে।

পাথরের তৈরি ২৪টি পিলারের ওপর ওই গম্বুজটি স্থাপিত। শাবেস্তানের উপরাংশে চারদিক ঘিরে লিপিকর্মও করা হয়েছে। কুরআনের আয়াতের এইসব লিপিকর্ম যথেষ্ট সুন্দর ও দৃষ্টিনন্দন।

বলা হয়ে থাকে যে, এই মসজিদে যত পাথর ব্যবহার করা হয়েছে সবগুলোই মর্মর পাথর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ