ইরানের বিপ্লববার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ
https://parstoday.ir/bn/news/iran-i87158-ইরানের_বিপ্লববার্ষিকীর_বর্ণাঢ্য_শোভাযাত্রায়_ইসরাইলের_পতাকায়_অগ্নিসংযোগ
ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইরানের বিপ্লববার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ
    ইরানের বিপ্লববার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ

ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়েছে।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ফার্সি ২২ বাহমান) ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানান।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।