পারস্য উপসাগরের কিশ দ্বীপে বিজয় দিবস উপলক্ষে নৌযানের মহড়া
(last modified Wed, 10 Feb 2021 09:39:11 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৫:৩৯ Asia/Dhaka
  • স্থানীয়দের মহড়া
    স্থানীয়দের মহড়া

পারস্য উপসাগরের 'কিশ' দ্বীপের মানুষেরা ভিন্ন আঙ্গিকে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে।

তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা দিয়ে সাজানো শতাধিক নৌযান নিয়ে পারস্য উপসাগরে মহড়া দিয়েছে। এসব নৌযানের মধ্যে ছোট জাহাজ, ট্রলার ও স্পিডবোটে সংখ্যাই ছিল বেশি। এ সময় আকাশে জাতীয় পতাকাবাহী প্যারাসুটও দেখা যায়।

নৌযানগুলোতে এ সময় ইরানের বিশাল আকারের পতাকা শোভা পাচ্ছিল।

এছাড়া কিশ দ্বীপের অধিবাসীদের গাড়ি শোভাযাত্রাও ছিল দর্শনীয়। প্রায় সব গাড়ীতেই ছিল ইরানের জাতীয় পতাকা ও বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.)'র ছবি।

করোনার কারণে সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ওই শোভাযাত্রায় অংশ নে। মহামারির কারণে অতীতের মতো এবার গণশোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়নি।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।