ইরানের নৌবাহিনী অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে: কমান্ডার
(last modified Sat, 13 Mar 2021 00:00:02 GMT )
মার্চ ১৩, ২০২১ ০৬:০০ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার বাহিনী অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) ইরানের উত্তরাঞ্চলীয় মজান্দারান প্রদেশের নোশাহরে ইমাম খোমেনী নৌ সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন।

কাস্পিয়ান সাগরতীরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে অ্যাডমিরাল খানজাদি বলেন, ইরানের নৌবাহিনীর সব যুদ্ধাস্ত্রকে নিজস্ব প্রযুক্তির আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ফলে এই বাহিনী এখন আর কোনো যুদ্ধাস্ত্র বা সামরিক সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরশীল নয়।

ইরানের নৌবাহিনীর জওয়ান ও টেকনিশিয়ানদের নিরলস প্রচেষ্টার কারণে এই বাহিনীতে নানা ধরনের স্মার্ট ক্ষেপণাস্ত্র সংযোজন করা সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের নৌবাহিনীর কমান্ডার মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তার বাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে বলেন, বিশ্বের জ্বালানীর উৎসের কেন্দ্রে ইরানের অবস্থান। এছাড়া, ইরানের দক্ষিণ ও উত্তর কোল ঘেঁষে যথাক্রমে পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগরের অবস্থান হওয়ায় বিভিন্ন অঞ্চলের অসংখ্য দেশের পণ্য ট্রানজিটের জন্য ইরানের ভূমি ব্যবহার করতে হয়। এসব কারণে ইরানকে সহজে নতজানু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খানজাদি।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ