শত্রুরা তর্জন-গর্জন আগেও করেছে, বাস্তবে তারা দুর্বল: আইআরজিসি'র মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i88864-শত্রুরা_তর্জন_গর্জন_আগেও_করেছে_বাস্তবে_তারা_দুর্বল_আইআরজিসি'র_মুখপাত্র
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের মোকাবেলায় আইআরজিসি'র শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৮, ২০২১ ২১:৫০ Asia/Dhaka
  • রামাজান শরীফ
    রামাজান শরীফ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের মোকাবেলায় আইআরজিসি'র শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি ইরানের রাষ্ট্রীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

রামাজান শরীফ আরও বলেছেন, ইসলামী বিপ্লবের ফলে আইআরজিসি'র জন্ম হয়েছে। গত ৪৩ বছরে সব সময় আইআরজিসিকে মার্কিনী, ইহুদিবাদী ও তাদের কোনো কোনো মিত্রের মোকাবেলা করতে হয়েছে।

আইআরজিসি'র মুখপাত্র বলেন, আইআরজিসি'র কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা, এছাড়া আরও হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য আমেরিকা দায়ী। এর জন্য আমেরিকাকে ভুগতে হবে।

শত্রুদের নানা হুমকি-ধমকি প্রসঙ্গে তিনি বলেন, শত্রুরা সব সময় নানা ধরণের তর্জন-গর্জন করেছে। কিন্তু গত ৪৩ বছরে তারা কিছুই করতে পারেনি। আর এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

গতকাল (বুধবার) ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দিবস। এ উপলক্ষেই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার পক্ষ থেকে এই বাহিনীর মুখপাত্রের সাক্ষাৎকার নেয়া হয়।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।