আমেরিকার পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা পায় নি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88930-আমেরিকার_পক্ষ_থেকে_প্রত্যক্ষ_বা_পরোক্ষ_কোনো_বার্তা_পায়_নি_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নতুন সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা আমরা পাইনি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২০, ২০২১ ১৮:০৬ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নতুন সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা আমরা পাইনি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এর আগে দাবি করেছেন, জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া সরকার পরোক্ষ কূটনীতি অনুসরণ করছে। তিনি এও দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে কূটনীতি অব্যাহত রয়েছে তবে তা প্রত্যক্ষ নয়।

রুশ বার্তাসংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাঈদ খাতিবজাদে মার্কিন কর্মকর্তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরও বলেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সমঝোতাগুলোর একটি থেকে আমেরিকা বেরিয়ে গেছে, এই সমঝোতা থেকে ইরান বেরিয়ে যায়নি। আমেরিকাকে কোনো ধরণের বার্তা দেওয়ার ইচ্ছা ইরানের নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "পরমাণু সমঝোতায় একটা রোডম্যাপ তুলে ধরা হয়েছে। এ কারণে পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই। বার্তা গ্রহণ বা প্রেরণের কোনো প্রয়োজন নেই আমাদের।"

খাতিবজাদে বলেন, যে বিষয়টি প্রয়োজন তাহলো আমেরিকাকে প্রতিশ্রুতি অনুযায়ী পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

২০১৮ সালে আমেরিকার ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ সর্বাত্মক চাপ বৃদ্ধি করে।#      

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।