প্রযুক্তির উৎকর্ষ:
জনগণের জীবন নয়া বৈশ্বিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে: রুহানি
ইরানের প্রেসিডেন্ট বলেছেন: জনগণের জীবন নতুন বৈশ্বিক অবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান রুহানি আজ 'ই-সরকার উন্নয়ন ব্যবস্থা'র উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: প্রযুক্তি আজ এমন পর্যায়ে উন্নীত হয়েছে যে মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই অনেক পরিষেবা গ্রহণ করছে।
তিনি বলেন: মানুষের জীবন একদম পাল্টে গেছে, এখন আর সেই প্রাচীন পরিস্থিতি নেই। কারণ এই সরকারের প্রচেষ্টায় প্রযুক্তির উৎকর্ষ সাধন ব্যাপক বিস্তৃতি পেয়েছে এবং সক্রিয়ভাবে তা এগিয়ে যাচ্ছে। সরকারের কার্যক্রমের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, একাদশ ও দ্বাদশ সরকারের আমলে জনগণ দেখেছে যে, আগে যেসব কাজ সশরীরে করতে হতো সেসব কাজের বেশিরভাগই এখন ইলেক্ট্রনিক সিস্টেমে করা হচ্ছে।
প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রকে ইলেক্ট্রনিক সিস্টেমের আওতায় নিয়ে আসার ফলে রোগী যেমন উন্নততর ও নির্ভুল চিকিৎসা পাচ্ছে তেমনি উপকৃত হচ্ছে ডাক্তার, স্বাস্থ্যবীমা বিভাগসহ সকল পক্ষ।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।