চীনের সঙ্গে কৌশলগত চুক্তি আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনে ভূমিকা পালন করবে: স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i89316-চীনের_সঙ্গে_কৌশলগত_চুক্তি_আর্থ_রাজনৈতিক_শক্তি_অর্জনে_ভূমিকা_পালন_করবে_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ যে ২৫ বছরের কৌশলগত চুক্তি সই করেছে তা আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেব।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৯, ২০২১ ১৩:৪১ Asia/Dhaka
  • ওয়াং ই (বামে) ও জাওয়াদ জারিফ
    ওয়াং ই (বামে) ও জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ যে ২৫ বছরের কৌশলগত চুক্তি সই করেছে তা আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেব।

গতকাল (রোববার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেন বাকের কলিবফ। তিনি বলেন, ইরান যে পূর্ব ও ইউরেশিয়ামুখী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে তার অবকাঠামোর আওতায় এই চুক্তি ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বাকের কলিবফ

স্পিকার কলিবফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হয়েছে, এখন এই চুক্তি সইয়ের পর কৌশলগত সহযোগিতা বাস্তবায়ন করার জন্য আন্তরিক দৃঢ়তা প্রয়োজন। এতে প্রিয় ইরানি জনগণ তাদের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন।”        

গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এ চুক্তিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।#   

পার্সটুডে/এসআইবি/২৯