‘ইরান-চীন ২৫ বছর মেয়াদি চুক্তি নিষেধাজ্ঞার মোকাবিলায় বিজয়ের প্রমাণ’
-
মোহাম্মাদ-রেজা পুর-ইব্রাহিমি
ইরানের সংসদের অর্থনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মোহাম্মাদ-রেজা পুর-ইব্রাহিমি বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ ২৫ বছর মেয়াদি যে কৌশলগত চুক্তি করেছে তা আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানের বিজয়ী হওয়ার প্রমাণ।তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞার কঠিন দিনগুলোতে ইরান ব্যর্থ হলে চীন এই চুক্তি স্বাক্ষর করতে আসত না।
তিনি শনিবার তেহরানে ইরান-চীন চুক্তি প্রসঙ্গে এক বক্তৃতায় বলেন, ইরানের সংবিধানের ৭৭ ও ১২৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুযায়ী বেইজিং-এর সঙ্গে তেহরান এ চুক্তি করেছে এবং এর প্রতি সংসদের পূর্ণ সমর্থন রয়েছে।
ইরানের ওপর আমেরিকার কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ দিন শেষ হয়ে গেছে- উল্লেখ করে মোহাম্মাদ-রেজা পুর-ইব্রাহিমি বলেন, ইরানের অর্থনীতির চাকা থামিয়ে দেয়ার জন্য অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা সত্ত্বেও আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের অক্লান্ত পরিশ্রমে শত্রুর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরান প্রমাণ করেছে, তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যপানে এগিয়ে যাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।

গত ২৭ মার্চ তেহরানে ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরানে ওই চুক্তিতে সই করেন। এ চুক্তির ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। দ্বিপক্ষীয় এই চুক্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ রয়েছে।
এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতেও দুই দেশ চুক্তিতে সম্মত হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সফরের সময় কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের প্রস্তাব দেন। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।