সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে, এ ক্ষেত্রে ছাড় নয়: ইরানের সংসদ
(last modified Sun, 04 Apr 2021 10:56:20 GMT )
এপ্রিল ০৪, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদ-মজলিসে শুরায়ে ইসলামি
    ইরানের জাতীয় সংসদ-মজলিসে শুরায়ে ইসলামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে। ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে যেকোনো আলোচনা, নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহারকে বিলম্বিত করবে।

ইরানের জাতীয় সংসদ আজ (রোববার) এক বিবৃতিতে এসব কথা বলেছে।

সংসদের বিবৃতিতে  আরও বলা হয়েছে- জাতীয় সংসদের আইন এবং সর্বোচ্চ নেতাসহ দেশের দায়িত্বশীলরা এটা স্পষ্ট করেছেন যে, সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির সত্যতা যাচাই সংক্রান্ত সরকারি প্রতিবেদন সংসদে পাস হতে হবে, আর এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতায় ফিরতে পারবে।

ইরানি সংসদ সদস্যরা যৌথ বিবৃতিতে আরও বলেছেন, মার্কিন সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প উভয়ই ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছেন।

এছাড়া পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে ইরানি সংসদ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এর আগে ঘোষণা করেছেন, আমেরিকা মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বললেই তা বিশ্বাস করা যাবে না, কার্যক্ষেত্রে আসলেই তা প্রত্যাহার হয়েছে কিনা তা যাচাই করে দেখতে হবে। আর এরপরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ