নিষেধাজ্ঞা প্রত্যাহারের সফলতার প্রতিশোধ নিতে চায় ইহুদিবাদীরা: জারিফ
-
জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরান যে সফলতা অর্জন করেছে তার প্রতিশোধ নিতে চায় ইহুদিবাদী ইসরাইল।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি আজ (সোমবার) এ মন্তব্য করেন। গতকাল ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো হয়েছে সে ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, ইসরাইলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান বরং তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার প্রতিশোধ নেয়া হবে।
বৈঠকে জাওয়াদ জারিফ গত সপ্তাহের ভিয়েনা আলোচনা সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেন। পাশাপাশি ইরানের পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলোকে সুরক্ষা দেয়ার আহ্বান জানান। গত সপ্তাহে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।
জারিফ বলেন, ইহুদিবাদীদের অন্তর্ঘাতমূলক তৎপরতার জবাবে ইরান পরমাণু ক্ষেত্রে আরো সফলতা অর্জনের চেষ্টা করবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে তারা যদি মনে করে থাকে যে, এর মাধ্যমে আলোচনায় আমরা দুর্বল অবস্থায় থাকবো তাহলে সেটি তাদের ভুল হবে বরং তাদের জানা উচিত এই ধরনের কর্মকাণ্ড আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে।”#
পার্সটুডে/এসআইবি/১২