রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১২)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত 'মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১২)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ মে-২০২১।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: ইরানের সর্বোচ্চ নেতা চলতি ফার্সি বছর অর্থাৎ ১৪০০ সালের জন্য কোন শ্লোগান নির্ধারণ করেছেন?
প্রশ্ন-২: ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
প্রশ্ন-৩: ২০১৮ সালের হিসাব অনুযায়ী- বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে বিশ্বে ইরানের স্থান কততম?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে অবশ্যই একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-১২' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৮